২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। এ দিনটি বাঙালি জাতির জন্য প্রেরণার। ১৯৫২ সালের এই দিনে বাংলা মায়ের বীর সন্তানেরা আমাদের মাতৃভাষা “বাংলা”র সম্মান রক্ষার্থে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিলো মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃতি পায় আন্তর্জাতিক পর্যায়ে। ফলে ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৫২ সালের ৮ই ফাল্গুন সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ আরো যেসব বীর শহিদ তাঁদের বুকের রক্ত ঢেলে সেদিন বাঙালী জাতির মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট শাহপরান শাখা গভীর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে।
২১শে ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস-২০২১ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গভীর শ্রদ্ধার সাথে বীর শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট শাহপরান শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ক্লাবের শাহপরান থানা শাখার সভাপতি মখলিছুর রহমান, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সদস্য মো: আকবর আলী, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় প্রমুখ।
সংবাদদাতা,
তছিলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment