২১শে ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি করে পুষ্পার্ঘ অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বেতার ব্যক্তিত্ব ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া, সদস্য মো: আকবর আলী, শাহপরান থানা শাখার সভাপতি মখলিছুর রহমান, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বলেন, মাতৃভাষা বাংলাকে বাঁচাতে ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাঙালি মায়ের সূর্য সন্তানেরা। মাতৃভাষা “বাংলা”র মর্যাদা রক্ষার অঙ্গীকারে জীবন উৎসর্গ করেছিল এ দেশের দামাল ছেলেরা। সেই বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পথ ধরে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে বাঙালী জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি জাতির জন্য পরম গৌরবের, অহঙ্কারের, প্রেরণার। সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ আরো অনেক বীর শহিদদের জীবন ত্যাগের বিনিময়ে পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিলো মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। এই দিনে যেসব বীর শহীদ তাঁদের বুকের রক্ত ঢেলে বাঙালী জাতির মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিলেন আমরা আজীবন কৃতজ্ঞচিত্তে তাদের অবদানের কথা স্মরণ রাখবো।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment