জাতীয় সম্প্রচার
মাধ্যম বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নিবন্ধিত হয়েছে সিলেট,
সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশ কিছু শ্রোতাক্লাব । এই
শ্রোতাক্লাবের সদস্যরা বাংলাদেশ বেতার সিলেট থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শোনার
পাশাপাশি বেতারে চিঠি-পত্র, ই-মেইল, এসএমএম, ফোনইন এবং ফেসবুকে মতামত লিখে
অনুষ্ঠানের মানোন্নয়নে সহযোহিতা ছাড়াও বেতারের প্রচার-প্রসার, শ্রোতাবৃদ্ধি,
সামাজিক সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। নিবন্ধিত
শ্রোতাক্লাবের সদস্যরা যাতে দলীয় ভাবে নিয়মিত বেতার অনুষ্ঠান শুনতে
পারেন তার জন্য বিভিন্ন
সময়ে নিবন্ধিত ক্লাব গুলোকে “রেডিও সেট” প্রদান করে/উপহার দিয়ে থাকে বাংলাদেশ
বেতার, সিলেট কেন্দ্র। তেমনি এবছরও কিছু শ্রোতাক্লাবকে দেওয়া হয়েছে বিভিন্ন
ব্র্যান্ড ও মডেলের বেশকিছু রেডিও সেট। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর একাধিক শাখা
এবারও বিভিন্ন মডেলের একাধিক “রেডিও সেট” উপহার পেয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার, সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখার (রেজিস্ট্রেশন নম্বর: বা.বে,সি-১০৪.৯১.০১.০৫৮) সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জুর হাতে ‘মেয়ের এম-ইউ৭২ এক্স-বাস’ মডেলের ৩ ব্যান্ডের ডিএসপি রেডিও এবং ‘য়ুগান ওয়াইজি-৩৭১বিটি‘ মডেলের ১১ ব্যান্ডের ২টি “রেডিও সেট” তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, শাহপরান থানা শাখার সভাপতি মখলিছুর রহমান।
এরপূর্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-সিলেট জেলা শাখাকে লাইফলাইন এনার্জির তৈরী দুটি উন্নমানের প্রাইম মাল্টি ব্যান্ড সোলার ডিজিটাল রেডিও উপহার দেন।
No comments:
Post a Comment