DX Workshop, Exhibition and Listeners' Conference on the occasion of World Radio Day 2021
১৩ই ফেব্রুয়ারি বিশ্ব ব্যাপী উদযাপিত হবে ১০ম বিশ্ব বেতার দিবস। এবারের প্রতিপাদ্য: “নতুন বিশ্ব, নতুন বেতার- বিবর্তন, উদ্ভাবন, সংযোগ”। এই উপলক্ষকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাজধানী উত্তরায় বেতার বিষয়ক ডিএক্স প্রশিক্ষণ, প্রদর্শনী ও শ্রোতা সম্মেলনের আয়োজন করেছে বিশ্বের বৃহত্তম শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বেলাল, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ও সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল ড. সালেহা কাদের, ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা খাতুন, ভয়েস অব আমেরিকা (ভিওএ) এর প্রতিনিধি নাসরিন হুদা বিথি, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো’র মফস্বল সম্পাদক আঞ্জুমান আরা (শিল্পী)।
দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে, বিশ্ব বেতার দিবসের উপর আলোচনা, বিশ্বের বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শোনা ও রিসেপশন রিপোর্ট লেখার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ, বিভিন্ন বেতার যন্ত্র প্রদর্শনী, শ্রোতাদের বেতার শোনার অভিজ্ঞতা বিনিময়, শ্রোতাক্লাব পরিচালনার নিয়মাবলী সম্পর্কে আলোচনা, অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও সনদপত্র বিতরণ, এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে লাটারীর মাধ্যমে চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সৌজন্যে রেডিও সেট উপহার প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রোতা ও বেতারের কলাকুশলীবৃন্দ এতে অংশ নিবেন।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment