সিলেট বেতারের স্টুডিওতে আমি |
রাষ্ট্রীয় বৃহত্তম ও জাতীয় সম্প্রচার
মাধ্যম বাংলাদেশ বেতার-এর সিলেট কেন্দ্র সহ অনুষ্ঠান তৈরীর স্টুডিও জীবনে এই প্রথম
ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে আজ। বেতারের অফিসিয়াল কার্যক্রম শেষে আমাদের ক্লাবের
কেন্দ্রীয় চেয়ারম্যান দিদারুল ইকবাল স্যার বেতারের সবকটি স্টুডিও আমাকে ঘুরে ঘুরে
দেখিয়েছেন এবং অনুষ্ঠান কিভাবে রেকর্ডিং ও সম্প্রচার করা হয় সেটিও জানিয়েছেন। একজন
সাধারণ শ্রোতা হিসেবে এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। রেডিওতে নানা রকম অনুষ্ঠান
শুনলেও সেগুলি কারা, কোথায়, কিভাবে তৈরী করেন, প্রচার করেন সেই সম্পর্কে নূন্যতম
জ্ঞান বা অভিজ্ঞতা কিছুই আমার ছিলো না। আজ বেতার স্টুডিওতে এসে নিজ চোখে পরখ করে
দেখলাম। আমি বিস্মিত, আমি মুগ্ধ। এ জন্য আমি দিদারুল ইকবাল স্যারের কাছে কৃতজ্ঞ। তার
হাত ধরেই আমার বেতারে আসা। জীবনে আমি প্রথমবার বেতার ভবনে প্রবেশ করেছি ১৬
ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার, কিন্তু সেদিন বেতারের স্টুডিও ঘুরে দেখা সম্ভব হয়নি।
১৭/০২/২০২১
মখলিছুর রহমান
সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব – শাহপরান শাখা
বাহুবল গ্রীণল্যান্ড আ/এ, সিলেট সদর, সিলেট।
No comments:
Post a Comment