ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি জাতির জন্য পরম গৌরবের, অহঙ্কারের, প্রেরণার। বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিলো মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে সেসব বীর শহীদদের যারা তাঁদের বুকের রক্ত ঢেলে বাঙালী জাতির মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিলেন।
রবিবার ২১শে ফেব্রুয়ারি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সিলেট জেলা শাখা, শাহপরান শাখা ও লাক্কাতুরা চা বাগান শাখা প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করবে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১”। এ উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার সাথে বীর শহীদদের উদ্দেশ্যে সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সিলেট জেলা শাখা, শাহপরান শাখা ও লাক্কাতুরা চা বাগান শাখার সকল সদস্যকে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশগ্রহণের জন্য সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
No comments:
Post a Comment