বাংলাদেশ বেতার, সিলেট অঞ্চলের শ্রোতাক্লাব হিসেবে নিবন্ধিত হয়েছে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শাহপরান থানা শাখা।
বুধবার, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার, সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস আনুষ্ঠানিক ভাবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান থানা শাখার সভাপতি মখলিছুর রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের কাছে ক্লাবের রেজিস্ট্রেশন নম্বর প্রদান করেন এবং ক্লাব সদস্যদের দলীয় ভাবে অনুষ্ঠান শোনার জন্য লাইফলাইন এনার্জির তৈরী একটি উন্নমানের মাল্টি ব্যান্ড সোলার ডিজিটাল রেডিও (প্রাইম ব্র্যান্ড) উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান থানা শাখার রেজিস্ট্রেশন নম্বর: বাংলাদেশ বেতার, সিলেট- ১০৪.৯১.০১.০৬৬ (২৪/০২/২০২১)। এরপূর্বে শ্রোতাক্লাবের রেজিস্ট্রেশনের জন্য গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার, সিলেট এর আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক-এর কাছে আবেদনপত্র জমা দেন ক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের দুই বছর মেয়াদী এগার সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে রয়েছেন, সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন, মো: আব্দুল মালেক, ফয়ছল আহমদ চৌধুরী, সেলিম উদ্দীন চৌধুরী, জুনায়েদ আহমদ চৌধুরী সানি, মুমিতা আক্তার চৌধুরী, তাহমিনা আক্তার, শাওন হোসেন, নার্গিস জাহান ইমা। এখন থেকে এই শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ বেতার অনুষ্ঠান শোনার পাশাপাশি বেতারের প্রচার প্রসার, শ্রোতাবৃদ্ধি, সামাজিক সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় আরো বেশি দায়িত্বের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রেজিস্ট্রেশন প্রাপ্তীর মধ্য দিয়ে সিলেট বেতারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সিলেটের ৩টি শাখা নিবন্ধিত হলো।
সিলেট বেতারে নিবন্ধিত হওয়ায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান থানা শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন এবং লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়।
No comments:
Post a Comment