২১শে
ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি জাতির জন্য পরম গৌরবের ও প্রেরণার। বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিলো মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর টাঙ্গাইল জেলা শাখা গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সেসব বীর শহীদদের যারা তাঁদের বুকের রক্ত ঢেলে বাঙালী জাতির মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা রাণী ভবানী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সাথে বীর শহীদদের উদ্দেশ্যে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, ক্লাবের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন, সহ-সভাপতি অলক কুমার চৌধুরী, সদস্য অভিষেক বর্মন বিশাল, নিলয় সিংহ, মো: মনির হোসেন, সজীব ভৌমিক, সিয়াম উদ্দিন প্রমুখ।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করায় শাখা ক্লাবের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
No comments:
Post a Comment